ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জা‌নি‌য়ে‌ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

শনিবার (৪ মার্চ) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প‌রিদর্শন ক‌রেন ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান ট‌নি ব্লেয়ার।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সা‌বেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্লেয়ার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প‌রিদর্শ‌ন করেন। সেখা‌নে তা‌কে স্বাগত জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ব্লেয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা জানান এবং স্মৃতি জাদুঘর প‌রিদর্শ‌নে বই‌তে সই ক‌রেন।

ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে টনি ব্লেয়ার দুই দি‌নের সফ‌রে শুক্রবার (৩ মার্চ) ঢাকায় আছেন। সকা‌লে তি‌নি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স‌ঙ্গে প্রাতরাশ বৈঠক করেন। এছাড়া ব্লেয়ার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সবশেষ ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। সে সময় তিনি দুই দিনের সফরে তার স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় এসেছিলেন। এর আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় এসেছিলেন। এ নি‌য়ে তৃতীয়বার ঢাকা সফর ক‌রে‌ছেন ব্লেয়ার।

উল্লেখ্য, টনি ব্লেয়ারের লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এনআই/এমএ