যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। বুধবার সকালে (১৭ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিসিক প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়, জেলা কার্যালয়গুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন শুরু হয়।

এরপর সকাল ১০টায় শিল্পমন্ত্রী, প্রতিমন্ত্রী, শিল্প সচিব, বিসিক চেয়ারম্যান, ও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার প্রধানরা শিল্প মন্ত্রণালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিসিক প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় (ঢাকা) ও ঢাকা জেলা কার্যালয়ের বি‌ভিন্ন স্ত‌রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যথাযথ মর্যাদায় জাতির পিতার জন্মশতবার্ষিকী পালনের অন্যান্য কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবি, উদ্ধৃতি, জন্মশতবার্ষিকীর লোগো সম্বলিত নান্দনিক ড্রপডাউন ব্যানার দিয়ে বিসিক ভবনসহ বিসিকের সকল আঞ্চলিক ও জেলা কার্যালয়গুলো সজ্জিতকরণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনরে পাশাপাশি আলোকসজ্জা করা হ‌য়ে‌ছে। এছাড়া বিসিক ওয়েবসাইটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত ভিডিও ক্লিপিংস ও ফুটেজ ব্যবহার, জন্মশতবার্ষিকী উপলক্ষে তৈরি করা থিম সং ব্যবহার ক‌রে‌ছে।

এসআই/ওএফ