বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে ব্রিটিশ প্রতিমন্ত্রীর শ্রদ্ধা
রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা সফররত ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান।
শুক্রবার (১০ মার্চ) ব্রিটিশ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্মৃতি জাদুঘর পরিদর্শনের বইয়ে সই করেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার চলমান সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা নিয়ে শুক্রবার ঢাকায় আসেন ট্রিভেলিয়ান। তার এই সফরে ইন্দো-প্যাসিফিকসহ সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে বলে ইঙ্গিত রয়েছে।
গত বছরের অক্টোবরে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্টের (এফসিও) ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন ট্রিভেলিয়ান।
বিজ্ঞাপন
সফরে ব্রিটিশ প্রতিমন্ত্রী নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন। এছাড়া যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ুবিষয়ক একটি চুক্তি সই করবে, যার লক্ষ্য জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানো।
সফরকালে ট্রিভেলিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও সাক্ষাৎ করবেন। এছাড়া সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তিনি।
এনআই/টিএম