চট্টগ্রামে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন
নানা আয়োজনে চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।
বুধবার (১৭ মার্চ) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধারা।
বিজ্ঞাপন
পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে কেক কাটা হয়। পরে শুরু হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে জাতীয় পতাকা ও একটি ভূখণ্ড এনে দিয়েছিলেন। আজকের দিনে অঙ্গীকার হচ্ছে জাতীর পিতার সুযোগ্য কন্যার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি আনা। আমাদের শিশুরা জাতির পিতার আদর্শ ধারণ করবে।
বিজ্ঞাপন
এদিকে সিটি করপোরেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রামের জিমনেসিয়াম মাঠে সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি বলেন, বাঙালির হাজার বছরের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এছাড়াও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপাচার্যের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে স্বাধীনতা চত্বর সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে চুয়েট পরিবার। এরপর বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০০ পাউন্ডের কেক কাটা হয়।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আলোচনা সভা, র্যালি করা হয়। এসময় মহানগর আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হয়।
কেএম/আরএইচ