চট্টগ্রামে হোটেল থেকে বিদেশি পর্যটকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের একটি আবাসিক হোটেল থেকে সাইফ আম্মর (৩৮) নামে বিদেশি পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) এশিয়ান এসআর আবাসিক হোটেলে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি সংযুক্ত আরব আমিরাতের নাগরিক। তিনি বাংলাদেশের নাগরিক সালাউদ্দিনের সঙ্গে বাংলাদেশে ঘুরতে এসেছিলেন।
বিদেশি পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজামউদ্দীন ঢাকা পোস্টকে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ার সালাউদ্দিনের সঙ্গে বাংলাদেশে ঘুরতে আসেন দুবাইয়ের ব্যবসায়ী সাইফ আম্মর। সালাউদ্দিন দুবাইয়ে আম্মরের প্রতিষ্ঠানে চাকরি করতেন। চট্টগ্রামে তারা এশিয়ান এসআর হোটেলে ৭০৪ নম্বর কক্ষে ওঠেন। বুধবার সকালে হোটেলে বারবার ডাকাডাকির পরও না ওঠায় দরজা খুলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালাউদ্দীন বলেন, দুবাইয়ে আম্মরের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা মরদেহ দুবাই নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন।
বিজ্ঞাপন
কেএম/এসকেডি/আরএইচ