জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দুটি স্থানকে যুক্ত করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) দুটি বাস সেবা চালু করেছে। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার (১৭ মার্চ) ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এই বাস সার্ভিস উদ্বোধন করেন। এ বাস সার্ভিস জাতির পিতার জন্মস্থান টুঙ্গিপাড়া ও স্বাধীনতার স্মৃতিবিজড়িত মুজিবনগরে চলাচল করবে।

উদ্বোধনের সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মেহেরপুরের মুজিবনগর স্থান দুটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত টুঙ্গিপাড়া ও দেশের প্রথম রাজধানী মুজিবনগরে গিয়ে দেশের ইতিহাসকে আরও নিবিড়ভাবে জানতে অনেকেরই আগ্রহ রয়েছে। কিন্তু যাতায়াতের অসুবিধার কারণে অনেকের যাওয়া হয় না। বিআরটিসির এ বাস সার্ভিস চালুর ফলে অসুবিধা অনেকটাই দূর হবে। 

শীতাতপ নিয়ন্ত্রিত বিআরটিসির বাস মুজিবনগর ও টুঙ্গীপাড়া থেকে প্রতিদিন সকাল ৬টায় ছাড়বে। ১৭ থেকে ২২ মার্চ এবং ২৮ থেকে ৩১ মার্চ এই ১০ দিনের জন্য ২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। পরে যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে ভাড়া নির্ধারণ করা হবে।

পিএসডি/ওএফ