প্রতীকী ছবি

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় রত্না (১৩) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) বিকেলে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী চাচা আরিফুল ইসলাম ঢাকা পোস্ট-কে বলেন, কী জানতে চান আপনারা? কিছুই বলা হবে না। পুলিশ হলে বলব, সাংবাদিক হলে বলব না।

এ বিষয়ে কিশোরীর পরিবারও কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। মৃতের দাদা মো. ফারুক হোসেনের কাছে জানতে চাইলে তিনিও কোনো কিছু বলবেন না বলে জানান।

জরুরি বিভাগের চিকিৎসক আয়েশা সিদ্দিক মৃত্যুর সনদে ‘ব্রট ডেথ’ (হাসপাতালে আনার আগেই মৃত্যু) উল্লেখ করেছেন। তবে গলায় দাগ রয়েছে।

সে মান্ডা এলাকার পানির পাম্পের ১ নম্বর গলিতে পরিবারের সঙ্গে থাকতো। তার পিতার নাম মকবুল হোসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ১৩ বছরের এক কিশোরীর মরদেহ এখানে এসেছে। তবে কী কারণে সে মারা গেছে, তা আমরা জানতে পারিনি। মুগদা থানাকে বিষয়টি জানানো হয়েছে।

এফআর/আরএইচ