ঢাকা-বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রস্তুত জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
চীনের প্রেসিডেন্ট বলেন, ‘চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রাচীনকাল থেকেই। আমরা একে অপরকে সমর্থন করছি, আর একসঙ্গে কাজ করছি। চীন ও বাংলাদেশ সবসময়ই বন্ধুপ্রতিম রাষ্ট্র। ঐতিহাসিক সিল্ক রোড বছরের পর বছর ধরে দু’দেশের সেই সুসম্পর্কের সাক্ষী হয়ে আছে। বেল্ট অ্যান্ড রোড কো-অপারেশনে দক্ষিণ এশিয়ার মধ্যে থেকে স্বাক্ষরকারী প্রথম দেশ বাংলাদেশ। এ প্লাটফর্মে বাংলাদেশকে নিয়ে সম্পর্কের অন্য উচ্চতায় যেতে চায় চীন।’
বিজ্ঞাপন
বঙ্গবন্ধুর হাত ধরে অর্জিত স্বাধীন বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন শি জিনপিং। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ বিভিন্ন দিক থেকে অনেক এগিয়ে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়ন খুব দারুণ অর্জন। ৬ শতাংশের ওপর জিডিপি অর্জন করা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তনে খুশি চীন।’
চীনের সঙ্গে বঙ্গবন্ধুর সম্পর্কের ব্যাখ্যা দিতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৫২ ও ১৯৫৭ সালে চীন সফর করেছিলেন। সে সময় মাও সে তুং ও প্রধানমন্ত্রী চৌ এনলাই এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছিলেন। সেই সম্পর্ক তথা আমাদের পূর্বসূরিদের শুরু করা সম্পর্ক ভোলার নয়। তাদের তৈরি সম্পর্ক আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, আর নতুন প্রজন্মকেও এই সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিতে হবে।’
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু প্রসঙ্গে জিনপিং বলেন, ‘৫০ বছর আগে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা আনতে গিয়ে নিজেকে উৎসর্গ করেছিলেন। তারই বাংলাদেশ তথা আজকের নতুন প্রজন্ম জন্মশতবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। তারই স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করছে।’
এনআই/এসএম