সঠিকভাবে দায়িত্ব পালন করলে সার্থক হবে বঙ্গবন্ধুর স্বপ্ন
বিজিবি সদর দফতরে আয়োজিত আলোচনা সভায় মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঠিকভাবে দায়িত্ব পালন করলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সার্থক হবে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম।
বুধবার (১৭ মার্চ) জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজিবি সদর দফতরে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে সীমান্ত সুরক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধান করতে পারি, তবেই জাতির পিতার স্বাধীনতার স্বপ্ন স্বার্থক হবে।
বিজ্ঞাপন
এ সময় বিজিবি মহাপরিচালক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের ওপর অর্পিত যেকোনো দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অসামান্য অবদানের কথা তুলে ধরে বিজিবি মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীর এই শুভদিনে বিজিবির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে কর্তব্যনিষ্ঠা, দক্ষতা, সততা ও ঈমানের সঙ্গে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকেই মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন শুরু করে বিজিবি।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পিলখানায় কেন্দ্রীয় কোয়ার্টার গার্ড, প্রশাসনিক ভবন, বীর উত্তম সালাহ উদ্দিন আহমেদ গেট, বীর উত্তম হাবিবুর রহমান গেট, জাদুঘর এলাকা এবং বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটসমূহের কোয়ার্টার গার্ড, অফিস বিল্ডিং ও গুরুত্বপূর্ণ গেটে বর্ণিল আলোকসজ্জা করা হয়।
বুধবার (১৭ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিট থেকে পিলখানাস্থ বিজিবি সদর দফতরসহ অন্যান্য সকল ইউনিটের স্ব স্ব মিলনায়তনে ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রদত্ত ভাষণ ও ‘সতীর্থ এসো সত্যাশ্রয়ে জাতির পিতা বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়াও বুধবার বাদ যোহর পিলখানাস্থ কেন্দ্রীয় মসজিদসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট কর্তৃক মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়। পিলখানায় আয়োজিত অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালকসহ পিলখানায় কর্মরত বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন।
এআর/এইচকে