আঙুলের ছাপে অপরাধী শনাক্তে ব্যবহার হচ্ছে ওআইভিএস প্রযুক্তি
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীকে নিরাপত্তার চাদরে আনতে চেকপোস্টে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এলিটফোর্স র্যাব। অপরাধী শনাক্তে চেকপোস্টে ব্যবহার করা হচ্ছে আইডেনটিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম (ওআইভিএস)। এর মাধ্যমে নেওয়া হচ্ছে হাতের আঙুলের ছাপ।
র্যাব বলছে, এ প্রযুক্তির মাধ্যমে ছয় ধরনের তথ্য জানা যায়। জাতীয় পরিচয়পত্র, লাইসেন্স, পাসপোর্টের তথ্যের পাশাপাশি বিদেশ ভ্রমণ ও মামলা বা সংশ্লিষ্ট ব্যক্তি আসামি কি না, সে বিষয়টিও নিমিষেই জানিয়ে দিচ্ছে এই ভেরিফিকেশন সিস্টেম।
বিজ্ঞাপন
বুধবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরের বাংলা কলেজের সামনে টহল ও চেকপোস্ট পরিচালনা করে র্যাব। সেখানে র্যাবের টহল দলকে অপরাধী শনাক্তে ওআইভিএস প্রযুক্তি ব্যবহার করতে দেখা যায়।
সরেজমিন দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ও পথচারীদের দাঁড়ানোর সংকেত দিয়ে র্যাবের টহল দল অত্যাধুনিক প্রযুক্তি ওআইভিএস ব্যবহার করে আঙুলের ছাপ নিচ্ছে। আঙুলের ছাপে তৎক্ষণাৎ ওআইভিএস'র স্ক্রিনে ভেসে ওঠে ব্যক্তির ছবি, জাতীয় পরিচয়পত্রের তথ্য, বিস্তারিত ঠিকানা, রক্তের গ্রুপ, ড্রাইভিং লাইসেন্সের তথ্য। যা তারা মিলিয়ে নিচ্ছেন।
বিজ্ঞাপন
নিরাপত্তা কার্যক্রম পরিদর্শনে থাকা র্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, তথ্য প্রযুক্তির এ যুগে অপরাধীর কৌশল ও অপরাধের ধরন পাল্টেছে। তবে ওআইভিএস প্রযুক্তি দিয়ে সহজে তথ্য পাওয়ায় অপরাধী শনাক্ত করার কাজটি সহজ হয়েছে।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হচ্ছে। এ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব কাজ করছে।
র্যাব-৪ এর সিও আরও বলেন, আগে আসামিকে গ্রেফতারের পর সংশ্লিষ্ট থানায় জানানো হতো। এক্ষেত্রে নাম-ঠিকানার তথ্যে গরমিল পাওয়া যেতো। নতুন প্রযুক্তির কল্যাণে সে সুযোগ আর নেই। হাতের আঙুলের ছাপ দিয়ে ১৮ বছরের বেশি যে কারোরই মুহূর্তেই তথ্য যাচাই-বাছাই করা সম্ভব হচ্ছে।
এর আগে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বিশেষ দুই দিবস ঘিরে ১০ দিনের আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জলে-স্থলে এবং আকাশপথে নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে র্যাব।
ডিজি বলেন, ‘আয়োজনকে কেন্দ্র করে র্যাবের বিভিন্ন চেকপোস্টে অন-সাইট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ডিভাইস বসানো হবে। এর মাধ্যমে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের চেহারা, নাম ও পরিচয় শনাক্ত করা যাবে।’
তিনি বলেন, ‘১৭-২৬ মার্চ অনুষ্ঠানে দেশব্যাপী নিরাপত্তা দেবে র্যাব। কেউ যদি আইন-শৃঙ্খলায় বিঘ্ন ঘটাতে চায় তাদের শক্ত হাতে মোকাবিলা করা হবে।’
উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি আছে কি না এমন প্রশ্নের জবাবে র্যাবের ডিজি বলেন, ‘কোনো ধরনের হুমকি নেই। এছাড়া কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাও নেই।
জেইউ/জেডএস