চকবাজারের সাতবারের নির্বাচিত কাউন্সিলর মিন্টু আর নেই
চট্টগ্রাম সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের সাতবারের নির্বাচিত কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী ঢাকা পোস্টকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাদ এশা প্যারেড মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। ১৩ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী। শোকবার্তায় তিনি বলেন, আমরা একজন গুণী মানুষ হারালাম। তিনি সব সময় জনগণের কাতারে ছিলেন এবং সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
বিজ্ঞাপন
কেএম/এনএফ