এমএলএম ব্যবসার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগ থেকে তিনজনকে গ্রেফতার করে সিআইডি
মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে প্রতারণার অভিযোগে নিওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের এমডিসহ তিনজনকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, নিওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেডের এমডি ও সিইও মো. নূরুল আমীন (৪০), ফিন্যান্স ডিরেক্টর মো. রিয়াজ উদ্দীন (৩৫) ও হেড অব মার্কেটিং মঞ্জুরুল ইসলাম রাসেল (৩৫)।
বিজ্ঞাপন
এ সময় সিআইডির বিশেষ পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়। নিওলাইফ এক বছরের বেশি সময় ধরে এমএলএম ব্যবসা করে আসছে। প্রতারক চক্রটি দেশের বিভিন্ন জায়গায় আয়োজিত সেমিনারে ঘোষণা করে ৪০ লাখ টাকার পণ্য কিনতে পারলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি গাড়ি দেওয়া হবে। এছাড়া ১ কোটি ৩৫ লাখ টাকার পণ্য কিনলে ডায়মন্ড পদবি পাবে। যাতে প্রতিমাসে চার থেকে পাঁচ লাখ টাকা উপার্জন করা সম্ভব হবে।
সাইদুর রহমান বলেন, এভাবেই শতশত ব্যক্তির কাছ থেকে ডায়মন্ড পদবি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। একসময় কোম্পানির ওয়েবসাইট থেকে সব তথ্য মুছে দেয় তারা। এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা অভিযোগ করলে অভিযানে নামে সিআইডি। পরে অভিযুক্তদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হলে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের অনুমতি ব্যতীত নিওলাইফ গ্লোবাল প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানটি পণ্য বিক্রির আড়ালে প্রতারণা চক্র গড়ে তোলে। যে কারণে তাদের শনাক্ত করতে বেগ পেতে হয়। প্রতারক চক্রের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের করা হয়েছে।
এআর/এসকেডি