বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার (১৯ মার্চ) জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সরকার। 

বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন। 

তিনি জানান, আগামীকাল (শুক্রবার) দেশের সব মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীরা সুবিধাজনক তারিখ ও সময়ে তাদের স্ব স্ব প্রার্থনার আয়োজন করবেন।

এইউএ/আরএইচ