ঘুষের টাকা নেওয়ার সময় গ্রেফতার হিসাব রক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেন

ঘুষের টাকা নেওয়ার সময় হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. আলমগীর হোসেনকে হাতেনাতে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুদকের খুলনা বিভাগের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। দুদকের জনসংযোগ দফতর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। আলমগীর হোসেন খুলনার ডুমুরিয়া উপজেলার হিসাবরক্ষণ অফিসে অডিটর হিসেবে কর্মরত ছিলেন।

দুদক সূত্রে জানা যায়, দুদক উপ-পরিচালক নাজমুল হাসানসহ একটি দল এ অভিযান চালায়। তাকে ধরতে ফাঁদ পাতা হয়। উপসহকারী কমিউনিটি মডেল অফিসার (পিআরএল ভোগরত) রনজিত কুমার নন্দীর জিবি ফান্ডের ২০ লাখ ৮০ হাজার ৩৫ টাকার বিপরীতে প্রাপ্য ২২ লাখ ছয় হাজার ৭২৫ টাকা চাইলে অডিটর মো. আলমগীর হোসেন ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। পরবর্তীতে ওই ঘুষ গ্রহণকালে টাকাসহ আসামিকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মামলা করা হয়েছে। এর আগে ভুক্তভোগী দুদক হটলাইনে আইনগত প্রতিকার পেতে অভিযোগ করেন।

আরএম/এফআর