অক্সফোর্ডের টিকায় রক্ত জমাট নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধা ও বিভিন্ন দেশে টিকা কার্যক্রম স্থগিত করে দেওয়া প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দু-একটা দেশে অক্সফোর্ডের টিকা স্থগিতের কথা আমরা শুনেছি। তবে রক্ত জমাট বাঁধার সঙ্গে টিকার কোনো সম্পর্ক নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, এটা নিরাপদ। টিকার ব্যবহার চলবে। এখানে বন্ধ করার কোনো বিষয় নেই। আমরাও চালাব।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে সাভারে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভ্যাকসিন বাল্ক ফ্যাসিলিটি, আর অ্যান্ড ডি ফ্যাসিলিটি, প্রোডাকশন ফ্যাসিলিটি ও এনিম্যাল হাউস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্যমন্ত্রী বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা বহু দেশে ব্যবহার হচ্ছে। আমাদের দেশেও ব্যবহার হচ্ছে। ইংল্যান্ড ও পার্শ্ববর্তী ভারতেও ব্যবহার হচ্ছে। কোথাও স্থগিত হয়নি। দু-একটা দেশে স্থগিতের কথা আমরা শুনেছি। তারা কিছুদিন দেখবে এবং পরে আবার শুরু করে দেবে।
জাহিদ মালেক বলেন, সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের যে টিকা আমরা আনছি, সেটা অত্যন্ত ভালো। আমাদের প্রায় ৫০ লাখ জনগণকে দিয়েছি। বেক্সিমকোর মাধ্যমে আমরা এটা এনেছি। তারা এখানকার লোকাল এজেন্ট। সামনে যদি আরও লাগে সেটাও (অক্সফোর্ডের ভ্যাকসিন) আমরা নেব।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘অন্যান্য টিকাও যদি আসে, আমরা নেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সের মাধ্যমে আমাদের সাড়ে ছয় কোটি ডোজ টিকা দেওয়ার কথা। তারা যে টিকা দেবে, সেটাই আমরা নেব। যেসব টিকার অনুমোদন পেয়েছে তার প্রায় সবগুলোই ভালো। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকাও বেশ ভালো এবং কার্যকর।’
এ সময় স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সবাই বলছে অ্যাস্ট্রাজেনেকার টিকা ভালো। এ টিকার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রীও বলেছেন, শতভাগ সেইফ ড্রাগ। ওয়াশিংটন পোস্টে এটা নিয়ে নিউজ হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপীয় ইউনিয়নের মেডিসিন্স রেগুলেটর থেকেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্গে রক্ত জমাট বাঁধার কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্ত জমাট বাঁধার খবরে নরওয়ে, বুলগেরিয়া, ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, আইসল্যান্ডসহ ইউরোপ এবং ইউরোপের বাইরের অন্তত ১৬টি দেশ টিকা দেওয়া স্থগিত করে।
টিআই/এসএম