ইস্টডেল্টা ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস উদযাপিত
প্রতিবছরের মতো এবারো চট্টগ্রামের ইস্টডেল্টা ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইস্টডেল্টা’র ট্রেজারার প্রফেসর শামস উদ দোহা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সেকান্দর খান, প্রধান বক্তা ছিলেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অর্থনীতিবিদ প্রফেসর ড. মইনুল ইসলাম।
বিজ্ঞাপন
এতে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল হোসেন, একুশে টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো চিফ রফিকুল ইসলাম বাহার, রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, মানব সম্পদ পরিচালক নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।
প্রধান বক্তার ভাষণে প্রফেসর ড. মইনুল ইসলাম বলেন, স্বাধীনতার ৫২ বছর পরেও আমরা এর সুফল পুরোপুরি ভোগ করতে পারছি না। পশ্চিম পাকিস্তানের শোষণ ও অত্যাচার থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিকই, কিন্তু সামাজিক-অর্থনৈতিক বৈষম্য থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি।
বিজ্ঞাপন
তিনি বক্তব্যে আমাদের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির তথ্য তুলে ধরে বলেন, এতেই বোঝা যায় পাকিস্তানিরা কীভাবে ২৪ বছর ধরে আমাদের শোষণ করেছিল।
মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যে থেকে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের স্মৃতিচারণ করে প্রফেসর সেকান্দর খান বলেন, সে সময় আমরা বিদেশে যাদের কাছে গিয়েছি সবাই আমাদের ন্যায্য এই স্বাধীনতা যুদ্ধকে সমর্থন দিয়েছে।
জেডএস