বিপুল মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫
রাজধানীর যাত্রাবাড়ী ও শাহজাহানপুর এলাকায় বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা, ১৭৬ বোতল ফেনসিডিল ও ১০৪০ লিটার চোলাই মদসহ পাঁচ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, শনিবার (২০ মার্চ) দুপুর আড়াইটার দিকে র্যাব-১০ এর একটি দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৪ কেজি গাঁজাসহ মো. আওয়াল হোসেন ওরফে কুকু (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
এর আগে শুক্রবার দিবাগত মধ্যরাতে র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭৬ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন- মো. ইয়াছিন সরকার অপু (২৮) ও মোসা. শারমিন আক্তার সাথী (১৯)।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে যাত্রবাড়ী থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে রাজধানীর শাহজাহানপুর এলাকায় র্যাবের বিশেষ অভিযানে ১০৪০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আরেকটি দল। গ্রেফতাররা হলেন- মো. সুমন হোসেন লেবু (৩২) ও রফিকুল ইসলাম (৪৪)। শনিবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে র্যাব-১০ এর একটি দল ঢাকার শাহজাহানপুর থানাধীন দক্ষিণ কমলাপুর টিটি পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।
জেইউ/এইচকে