টিকা নিলেন ৪৭ লাখ ৬০ হাজার জন
প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৪৭ লাখ ৬০ হাজার ৭৪৭ জন। এদের মধ্যে মোট পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৯শ জনের। টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৬১ লাখ ১৫ হাজার ৫৫২ জন।
শনিবার (২০ মার্চ) রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ৭২ হাজার ৯২৩ জন। এদের মধ্যে পুরুষ ৪০ হাজার ৪৭৭ জন এবং নারী ৩২ হাজার ৯২৩ জন। তার মধ্যে মাত্র তিন জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
বিজ্ঞতিতে আরও জানানো হয়, টিকা নেওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ হাজার ৪৩২ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৭ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ হাজার ১৯৫ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ১৮২ জন, রংপুর বিভাগে ৮ হাজার ৫৬৬ জন, খুলনা বিভাগে ৭ হাজার ৯০৬ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩৪১ জন ও সিলেট বিভাগে ৩ হাজার ২৯৪ জন রয়েছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে।
করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এদিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন এবং নারী সাত হাজার ৩০৩ জন।
আরও ২৬ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৬৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে।
শনিবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৫ ও ১৬ মার্চ করোনায় ২৬ জন করে মারা যান। তিনদিন মৃত্যুর সংখ্যা কিছুটা কম থাকলেও আবার তা পূর্বের অবস্থায় ফিরল।
টিআই/জেডএস