৮ চোরাই গাড়িসহ গ্রেফতার ৪
রাজধানীর পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন সময় চুরি হওয়া ৮টি গাড়িসহ চোরাই চক্রের চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (২০ মার্চ) ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান, রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
জেইউ/এইচকে
বিজ্ঞাপন