যাত্রাবাড়ীতে জাটকা বিক্রি, ৭ প্রতিষ্ঠানকে জরিমানা সাড়ে ১৮ লাখ
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করে ২৬১৭ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে র্যাব। পরে র্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সাত প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেন।
র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, বেশ কিছুদিন ধরে এ অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ সংরক্ষণ ও বিক্রয় করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতেই র্যাব-১০ এর সহযোগিতায় ও জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে মঙ্গলবার (১১ এপ্রিল) র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জেইউ/এফকে