ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠীকে সমাজে আত্তীকরণে এগিয়ে আসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম। 

তিনি বলেন, অনেক ট্র্যান্সজেন্ডারকে নিয়োগ দিয়ে কর্পোরেট উদ্যোগের ক্ষেত্রে ফেয়ার গ্রুপ অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

শনিবার (১৫ এপ্রিল) তেজগাঁওয়ে ফেয়ার গ্রুপ কর্তৃক আয়োজিত ট্র্যান্সজেন্ডার জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তিকরণ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন।

ফেয়ার গ্রুপ চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুবের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ও হেড অব টুরিস্ট পুলিশ হাবিবুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম আরা নিপা, সাদিয়া ইসলাম মৌ ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী প্রমুখ।

ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন ,আমরা ফেয়ার গ্রুপ ট্র্যান্সজেন্ডার কর্মী নিয়োগে উদ্যোগী রয়েছি। ৩০ জনের বেশি ট্র্যান্সজেন্ডার কর্মী আমাদের গ্রুপে নিয়মিত কর্মী হিসেবে কাজ করছেন। এ সংখ্যা আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছি। তারা সবাই নিয়মিত বেতন-ভাতাই শুধু পাচ্ছে না, প্রতি মাসে তাদের বিশেষ অনুদান দিচ্ছি। এসবই করছি তাদের সামাজিক অন্তর্ভুক্তি এবং মানবিক জীবন নিশ্চিত করার লক্ষ্যে।

ওএফএ/এসকেডি