১০ হাজার পরিবারকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরণ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তার নিজ নির্বাচনী এলাকা রাজশাহীর চারঘাট ও বাঘায় ১০ হাজার অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
রোববার (১৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী চারঘাট ও বাঘা উপজেলার ১৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার প্রতিটি ওয়ার্ডের প্রান্তিক পর্যায়ের দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মধ্যে ১০ হাজার ব্যাগ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসব খাদ্যসামগ্রীর প্রতিটি ব্যাগে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, আধা কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি, দুইশ গ্রাম সেমাই ও গুঁড়া দুধ রয়েছে।
বিজ্ঞাপন
চারঘাট-বাঘা এলাকা থেকে তিন তিনবার নির্বাচিত সংসদ সদস্য শাহরিয়ার আলম অন্যান্য বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যক্তিগত উদ্যোগে নিজ নির্বাচনী এলাকার অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র হিসাবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি বিতরণ করেন।
এনআই/জেডএস