হিযবুত তাহরীরের সদস্য আলী আহমদ

১১ বছর ৯ মাস সাজাপ্রাপ্ত হিযবুত তাহরীরের পলাতক এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ মার্চ) অভিযান চালিয়ে সিলেট জেলার কানাইঘাট থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সদস্যের নাম আলী আহমদ। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ২০১০ সালের ৮ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতার হিযবুত তাহরীরের ওই সদস্য সিলেট কানাইঘাট পারকুল রাজাগঞ্জ বাজারের হাজির আলীর ছেলে। মামলায় তিনি সাজা পরওয়ানাভুক্ত পলাতক আসামি। তার সাজার মেয়াদ ১১ বছর ৯ মাস। মামলা হওয়ার পর আসামি জামিনে গিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ও পরিচয় গোপন করে মালয়েশিয়ায় পালিয়ে যান।  তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জেইউ/এসকেডি