বইমেলার লিটলম্যাগ চত্বর গত বছরের জায়গায় পুনঃস্থাপন ও বাংলা একাডেমির সিদ্ধান্তের প্রতিবাদে ২১ মার্চ থেকে স্টল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন লিটলম্যাগ সম্পাদকরা। পাশাপাশি দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা মেলা চত্বরে ধারাবাহিকভাবে মানববন্ধন ও বিক্ষোভ করারও ঘোষণা দেন।   

রোববার (২১ মার্চ) বিকেল পাঁচটার দিকে স্টল ছেড়ে লিটলম্যাগ সম্পাদক-কর্মীরা প্রতিবাদ জানান। কাশপাতার সম্পাদক সোহেল মাজহার ঢাকা পোস্টকে বলেন, প্রতিবছরই লিটলম্যাগ চত্বরের জায়গা বরাদ্দ নিয়ে বাংলা একাডেমি টালবাহানা করে। প্রতিবারই একাডেমির মহাপরিচালকের সঙ্গে আমাদের বৈঠক করে এর সমাধান করতে হয়। এ বছর আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই চত্বরটি কালি মন্দিরের পেছনে একটি বিচ্ছিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে। স্টলগুলো খুপরি ঘরের মতো করে তৈরি করা হয়েছে।
 
প্রতিবাদে বক্তারা বলেন, লিটলম্যাগ তথা তারুণ্য-প্রধান লেখকদের কণ্ঠ স্তব্ধ করার জন্যই একটি প্রতিক্রিয়াশীল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে অন্যান্য স্টলে ব্যাপক দূরত্ব রাখা হলেও লিটলম্যাগ চত্বরে স্টল নির্মাণে এক ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির উপ পরিচালক ও লিটলম্যাগের দায়িত্বে থাকা আমিনুর রহমান সুলতান ঢাকা পোস্টকে বলেন, যারা লিটলম্যাগ বের করেন তারা তরুণ। তাদের চিন্তাও সুন্দর। তাদের দাবি অনুযায়ী আগের জায়গায়ই লিটলম্যাগ চত্বর স্থানান্তর করা হবে। 

এএইচআর/আরএইচ