রিয়াদে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে। সোমবার (১৭ এপ্রিল) রিয়াদের বাংলাদেশ দূতাবাসে দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। আলোচনা সভায় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। আলোচনা অনুষ্ঠানে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদ ও লাখ নির্যাতিত মা-বোনদের প্রতি, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের মহান স্বাধীনতা।
বিজ্ঞাপন
বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। একাত্তরের এই দিনে অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ পায়। মুজিবনগর সরকারে নেতৃতে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
বক্তারা ঐতিহাসিক দিবসের চেতনায় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান।
বিজ্ঞাপন
দিবসটি উপলক্ষ্যে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এনআই/এসকেডি