ঈদ উপহারে খুশি ৭০০ ছিন্নমূল পরিবার
প্রতিবছরের মতো এবারও ঈদের আগে সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহার দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।
সোমবার কামরুল ইসলাম রিপন তার নির্বাচনী আসন ঢাকা-৫ এর অন্তর্গত ডেমরা থানার সারুলিয়া বাজারে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী, নারীদের শাড়ি এবং এবং পুরুষদের জন্য লুঙ্গি বিতরণ করেন।
বিজ্ঞাপন
ঈদের আগে এমন উপহার পেয়ে খুশি এসব মানুষ প্রাণভরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোয়া করেছেন।
এ সময় কামরুল হাসান রিপন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সবসময়ই সাধারণ জনগণের পাশে থাকে। অতীতের মতো বর্তমানেও সাধারণ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন আমাদের নেত্রী। শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের জন্য এ উপহার।
বিজ্ঞাপন
ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়নের সাবেক তিনবারের চেয়ারম্যান মো. ইসলাম, ৬৭, ৬৮ এবং ৬৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহফুজা রহমান হিমেল, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর হোসনে আরা বেগম, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ জাফর আহমেদ মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা, ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফাত হোসেন সুজন।
এমএসআই/এসকেডি