দীর্ঘ ৭ বছর পলাতক থাকা অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশান ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

গ্রেপ্তার আসামির নাম মো.শরিফুল ইসলাম ওরফে সজীব (৩৬)।

বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁও এলাকা  থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৩ এর অধিনায়ক লে.কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজধানীর সবুজবাগ থানায় ২০১৬ সালের একটি অস্ত্র মামলা রয়েছে। মামলা রুজু হওয়ার পর থেকেই সে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২০২২ সালে তাকে  যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসি/এনএফ