নিজের গলা নিজেই কেটেছেন রাশিয়া থেকে ফেরা যুবক, ধারণা পুলিশের
রাজধানী মিরপুর পল্লবীর একটি বাসা থেকে শেফাত আকবর ওরফে প্রত্যয় (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, শেফাত বটি দিয়ে গলা কেটে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরের দিকে মিরপুর-১২ এর সি ব্লকের ২ নম্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, ওই বাসায় কয়েকজনের সঙ্গে সাবলেট থাকতেন শেফাত। আজ শেফাতের এক রুমমেট দেখেন, তার মরদেহ বেসিনের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে বাড়িওয়ালাকে জানালে তিনি জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, নিহত শেফাত রাশিয়া থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে দেশে এসেছেন। তার গ্রামের বাড়ি যশোর জেলায়। শেফাত একটি বায়িং হাউজে চাকরি করতেন। তবে দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। সেজন্য চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধও সেবন করতেন।
বিজ্ঞাপন
এমএসি/এসএসএইচ/