ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে নির্মিত আধুনিক পশু জবাইখানা বেসরকারিভাবে পরিচালনা করবে সংস্থাটি। সেই লক্ষ্যে এ সংক্রান্ত সরকারি বিধি, বিধান, নীতিমালা ও অন্য কর্পোরেশন কর্তৃক পরিপালনকৃত নীতিমালা পর্যালোচনা করার জন্য আট সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএসসিসি।

বুধবার (৩ এপ্রিল) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করে আট সদস্যের এই কমিটি গঠন করেন।

জানা গেছে, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে কমিটির আহ্বায়ক ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন— ডিএসসিসির প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ), সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক), তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর), বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও ভেটেরিনারি কর্মকর্তা (কেন্দ্র)। 

সচিব আকরামুজ্জামান জানান, এই কমিটি ডিএসসিসির উদ্যোগে নির্মিত আধুনিক পশু জবাইখানা বেসরকারিভাবে পরিচালনা নীতিমালা প্রণয়ন ও ইজারার সরকারি মূল্য নির্ধারণের পাশাপাশি ইজারার শর্তগুলোসহ শিডিউল প্রণয়ন করবে।

এএসএস/কেএ