নেত্রকোনার প্রেমনগর ছালিপুরা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তি বর্মন। গত ২ মে মঙ্গলবার তার সহপাঠিদের সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে কাউছার নামে এক বখাটে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। কাউছার প্রায়ই মুক্তি বর্মনকে উত্যক্ত করত। সর্বশেষ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং কাউছারের পরিবারে অভিযোগ করায়, মুক্তিকে কুপিয়ে হত্যা করে কাউছার। এ ঘটনায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম দ্রুত বিচার দাবি জানিয়েছে।

বুধবার (৩ মে) সংবাদ মাধ্যমে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশার পাঠানো এক বিবৃতিতে ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলরুবা নূরী এ দাবি জানান।

বিবৃতিতে এই ভয়াবহ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, একজন স্কুলশিক্ষার্থীকে দিনের আলোয় প্রকাশ্যে কুপিয়ে আসামি পালিয়ে যায় এবং সেই আসামিকে পুলিশ তড়িৎ গ্রেপ্তার করতে পারে না, ২৪ ঘণ্টার বেশি সময় লাগে। এর আগেও দেখা গেছে ক্ষমতা ও অর্থের দাপটে অপরাধীরা পার পেয়ে যায়। যখন অপরাধ করেও অপরাধীর শাস্তি হয় না, তখন অপরাধ সমাজে প্রতিষ্ঠিত হয় এবং অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। তাই অবিলম্বে আসামি কাউছারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এমএইচএন/এসকেডি