অবৈধ সম্পদে ডোম-ইনো গ্রুপের এমডির বিরুদ্ধে চার্জশিট
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ডোম-ইনো গ্রুপের এমডি ও প্রধান স্থপতি মো. আবদুস সালামের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে ওই চার্জশিট অনুমোদন দিয়েছে। তদন্ত কর্মকর্তা সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম শিগগির চার্জশিটটি আদালতে দাখিল করবেন।
বিজ্ঞাপন
বুধবার (৩ মে) দুদক উপ পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, আসামি আবদুস সালাম ২০১৫-১৬ করবর্ষে তার আয়কর নথিতে ২৯ কোটি ১০ লাখ টাকার নিট সম্পদ উল্লেখ করেছেন। অর্থের যেসব উৎস উল্লেখ করেছেন তার বিপরীতে দালিলিক কোনো প্রমাণ কমিশনে পেশ করতে ব্যর্থ হয়েছেন।
বিজ্ঞাপন
অনুসন্ধানে তার দেওয়া আয়ের উৎসগুলো গ্রহণযোগ্য হয়নি বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আরএম/এসএম