পুড়ে যাওয়া দোকান মেরামতের কাজ চলছে / ছবি : ঢাকা পোস্ট

রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের ৩য় তলায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ছোট-বড় ২৩৩টি দোকান মেরামতের কাজ চলছে। ক্ষতি কাটিয়ে উঠতে যেকোনো মূল্যে দ্রুততম সময়ের মধ্যে দোকান চালু করতে চান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে অগ্নিকাণ্ডের পর এখনও সরকারি সাহায্য-সহযোগিতা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেকে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে সরেজমিনে দুর্ঘটনাকবলিত ওই মার্কেট ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানেই বেশ জোরেসোরে চলছে মেরামত/ডেকোরেশনের কাজ। পুরোনো পলেস্তার এবং ডেকোরেশন ফেলে দিয়ে পুনরায় পলেস্তার করে টাইলস বসিয়ে করা হচ্ছে রং। অনেক দোকানে আবার রঙের কাজ শেষে ডেকোরেশন করে সামনের সার্টার লাগানোর কাজ চলছে। ব্যবসায়ীদের নিজেদের দোকানের সামনে দাঁড়িয়ে কাজের তদারকি করতে দেখা গেছে।

আব্দুস সামাদ নামের এক ব্যবসায়ী বলেন, এখনো সব কিছু কল্পনা মনে হয়। হঠাৎ করে এমন দুর্ঘটনা ঘটবে ভাবতেও পারিনি। তবে দ্রুততম সময়ের মধ্যেই আবার দোকান চালু করার জন্য সবাই চেষ্টা করছি। যে ক্ষতি হয়েছে সেটি সহসাই কাটিয়ে ওঠা সম্ভব হবে না।

২২৮ নম্বর দোকানের সামনে দোকান মেরামত করতে থাকা মিস্ত্রিদের বিভিন্ন দিক নির্দেশনা দিতে দেখা গেল এক ব্যবসায়ীকে। কাছে যেতেই এস এম রিপন নামের ওই ব্যবসায়ী বলেন, এই জায়গাটিতেই প্রান্তক-২ নামের আমার দোকান ছিল। আমার প্যান্টের ব্যবসা ছিল। যেদিন আগুন লেগেছে সেদিন অনেক চেষ্টা করেছি এই জায়গায় পৌঁছানোর, কিন্তু কোনভাবেই সক্ষম হইনি। দোকানের সব কাপড় পুড়ে গেছে। ২০ লাখ টাকার কাপড় পুড়ে ছাই হয়েছে। আর ভেতরের ফার্নিচার ও ডেকোরেশন মিলিয়ে আরো ১০ লাখ। সব মিলিয়ে ৩৫ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে। সবেমাত্র করোনার ক্ষতি কাটিয়ে কিছুটা লাভের মুখ দেখতে শুরু করেছিলাম। এর মধ্যেই এই দুর্ঘটনা। এ ক্ষতি কতদিনে কাটিয়ে উঠবো সেটি বলতে পারি না।

এখন পর্যন্ত কোনও ধরনের সাহায্য সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, লিস্ট নিয়েছে- কিন্তু এখন পর্যন্ত আমরা কোনও সাহায্য সহযোগিতা পাইনি। সরকারের কাছে আবেদন অবশ্যই যেন সরকার আমাদের প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হয়। আমরা যেন ঘুরে দাঁড়াতে পারি।

নাম প্রকাশ অনিচ্ছুক আরেক ব্যবসায়ী বলেন, এই ভবনের তৃতীয় তলায় ব্যবসায়ীদের কপাল আর খুলবে না। কেননা এখানে অধিকাংশ ক্রেতাই ফুটওভার ব্রিজ ব্যবহার করে সরাসরি ৩য় তলায় শপিং করতে আসতো। এখন যেহেতু ওভার ব্রিজ নেই সেজন্য আর আগের মত ক্রেতাও হবে না। ঘুরে দাঁড়ানো দূরে থাক ব্যবসা করাই কঠিন হয়ে যাবে।

ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ব্যবসায়ী সমিতির এডহক কমিটি আহ্বায়ক মারুফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, অগ্নি দুর্ঘটনার চারদিন পর থেকেই মার্কেট খুলে দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা নিজেদের দোকানে আসছেন এবং মেরামতের কাজ করছেন। যত দ্রুত মেরামত হবে তই দ্রুত দোকান খুলে দেওয়া হবে। আশা করা যায়, এই মাসের শেষের দিকে হয়তো সবগুলো দোকান মেরামতের কাজ শেষ হলে চালু করা সম্ভব হবে।

ব্যবসায়ীদের সহযোগিতার বিষয়ে তিনি বলেন, সবার কাছে শুনেছি সহযোগিতা পাওয়া যাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনও কিছু হাতে পাইনি। ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য এ মুহূর্তে সহযোগিতা দরকার, আমরা প্রত্যাশা করব সরকারি-বেসরকারি সব সহযোগিতা যাতে আমাদের হাতে পৌঁছে দেওয়া হয়।

গত ১৫ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের তিনতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৩০ ইউনিটের চেষ্টায় সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ঘটনায় ১৫ জন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয় ৩৫ জন।

আরএইচটি/এসএম