ঢামেক মর্গ

রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) আমিনুল কবির ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা বিষয়টি কমলাপুর রেলওয়ে থানাকে জানিয়েছি।

তিনি আরও বলেন, যেহেতু ট্রেনে কাটা পড়েছে তাই বিষয়টি কমলাপুর রেলওয়ে পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এসএএ/এমজে