সিএমপিতে ডিসি ও এডিসি পদে রদবদল
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তিন উপ-পুলিশ কমিশনার ও ছয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে তাদের বদলি করা হয়েছে।
এক অফিস আদেশে সিএমপির উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাককে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আর দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এমন মেহেদী হাসানকে উপ-পুলিশ কমিশনার বন্দর করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর মো. মোখলেছুর রহমানকে উপ-পুলিশ কমিশনার উত্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
পৃথক আরেকটি আদেশে ছয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে রদবদল করা হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পলাশ কান্তি নাথকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পশ্চিম করা হয়েছে। আর পশ্চিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ এ এম হুমায়ুন কবীরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি বন্দর করা হয়েছে।
এছাড়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি বন্দর মো. আবু বকর সিদ্দিককে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর নাদিয়া নূরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়েল ফার অ্যান্ড ফোর্স হিসেবে বদলি করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ওয়েলফার অ্যান্ড ফোর্স গাজী রবিউল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সরবরাহ করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনা সরবরাহ থেকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ করা হয়েছে।
বিজ্ঞাপন
জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে বলা হয়েছে।
কেএম/ওএফ