রাজধানীর বিভিন্ন এলাকার বাস কাউন্টারে অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়। 

সোমবার (৮ মে) রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- রতন খন্দকার (৪১), মো. ফিরোজ হোসেন (৪০), মো. শাহাদত হোসেন (৪২) ও মো. নাজমুল (২৩)।

ডিএনসি জানায়, আটকদের মধ্যে রতন খন্দকারকে যাত্রাবাড়ী এলাকার ইলিশ বাস কাউন্টারের সামনে থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এছাড়া মো. ফিরোজ হোসেন ও মো.শাহাদত হোসেনকে দারুস সালাম এলাকার হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের সামনে থেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া মো. নাজমুলকে শ্যামলী এলাকার এ কে ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

সোমবার সন্ধ্যায় ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। গেণ্ডারিয়ার ঢাকা বিভাগীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাফরুল্ল্যাহ কাজল বলেন, আজ (সোমবার) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আমাদের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাজধানীর তিন বাস কাউন্টার থেকে চার মাদক ব্যবসায়ীসহ ইয়াবা, অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

গোয়েন্দা তথ্য আসে, রতন নামে এক মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নিয়ে ঢাকা হয়ে ফরিদপুর যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে আমাদের টিম যাত্রাবাড়ীর ইলিশ বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে। পরে রতনকে আটকের পর তার ব্যাগ তল্লাশি করে ইয়াবার জায়গায় মেলে দুইটি লোড করা বিদেশি পিস্তল। এছাড়া রতনের ব্যাগ থেকে দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিও জব্দ করা হয়।

তিনি বলেন, রতন আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে ঢাকা হয়ে ফরিদপুর যাচ্ছিল। সে মাদক ব্যবসার কাজে ব্যবহার করার জন্য এই অস্ত্র সংগ্রহ করে।

দারুস সালাম এলাকার হানিফ এন্টারপ্রাইজ বাস কাউন্টারে চালানো অভিযানের বিষয়ে ডিএনসির এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে হানিফ বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে আট হাজার পিস ইয়াবাসহ ফিরোজ হোসেন ও শাহাদত হোসেনকে আটক করা হয়। অন্যদিকে আজ দুপুরে শ্যামলী এলাকার এ কে ট্রাভেলস কাউন্টারের সামনে থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ নাজমুলকে আটক করা হয়। আটকদের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এমএসি/কেএ