চট্টগ্রামে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে মো. আনোয়ার হোসেন ভূঁইয়া নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ মে) দিবাগত রাতে উপজেলার বিবিরহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অসুস্থ হয়ে তিনি মারা গেছেন।
আনোয়ার হোসেন সম্প্রতি বান্দরবান জেলায় যোগদান করেছেন। এর আগে তিনি ফটিকছড়িতে কর্মরত ছিলেন।
বিজ্ঞাপন
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমেদ খান ঢাকা পোস্টকে বলেন, চিকিৎসকরা জানিয়েছেন কনস্টেবল আনোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি ফটিকছড়ি থেকে বান্দরবানে বদলি হয়েছেন। তবে বদলি হলেও আগের কর্মস্থলে অনেক সময় কিছু কাজ থেকে যায়। এ কারণে হয়ত তিনি ফটিকছড়ি থানায় এসেছিলেন। তীব্র গরমের কারণে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
এমআর/এসএসএইচ/
বিজ্ঞাপন