কাভার্ডভ্যান থেকে জব্দ ১০ টন জাটকা গেল এতিমখানা-মন্দিরে
চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ১০টন ওজনের জাটকা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো বিতরণ করা হয় এতিমখানা ও মন্দিরে।
মঙ্গলবার (৯ মে) জেলা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সীতাকুণ্ডের বিএম স্কুল এন্ড কলেজ গেট এলাকা থেকে ডিবির একটি টিম জাটকা ইলিশগুলো জব্দ করে। একইসঙ্গে জাটকা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এসময় মাছের মালিক মো.ইদ্রিসকে (৪০) ৩ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দ হওয়া জাটকা ৫০টি এতিমখানা ও কয়েকটি মন্দিরে বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো.আরিফ হোসেন বলেন, জব্দ হওয়া মাছের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। মাছের মালিককে ভ্রাম্যমাণ আদালতের সাজামূলে কারাগারে প্রেরণ করা হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলীসহ অন্যান্যরা।
বিজ্ঞাপন
এমআর/এমজে