রোড ডাইভারশন ও ডিভাইডার ব্লক স্থাপন করে যানজট কমাতে ভূমিকা রাখায় পুরস্কৃত হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন টিটু। 

সোমবার (১৫ মে) পুলিশ লাইন্সে অপরাধ সভায় সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় তাকে পুরস্কার তুলে দেন।

সভায় কৃষ্ণ পদ রায় বলেন, গত এপ্রিল মাসে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। রমজান মাসে সিএমপির ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু ও স্বাভাবিক ছিল। এ কারণে আমি সিএমপির সকল পুলিশ সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন।

এমআর/এমএ