ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ১৯৮১ সালের এই দিনে প্রায় ছয় বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসেন তিনি। দিনটিকে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের সূচনার স্মারক হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সময় বিদেশে অবস্থানের কারণে তাঁর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা প্রাণে বেঁচে যান। পরে দীর্ঘ প্রবাসজীবন শেষে ভারত হয়ে ১৯৮১ সালের ১৭ মে মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন তিনি।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

হ্রদ ভরাট হয়ে যাওয়ার প্রভাব পড়েছে মৎস্য উৎপাদনে। মৎস্য অবতরণ কেন্দ্র সূত্র জানায়, ২০১৯-২০ সালে রাঙামাটির মৎস্য অবতরণ কেন্দ্রে হ্রদ থেকে মোট মাছ পাওয়া যায় ৮ হাজার ৫৬৩ মেট্রিক টন। ২০২১-২২ সালে পাওয়া যায় ৬ হাজার ৫২৩ টন।

প্রথম আলো

কাপ্তাই হ্রদের পানি কমে যোগাযোগ ও ব্যবসায় ক্ষতি

গ্রীষ্মে কাপ্তাই হ্রদের বিভিন্ন জায়গায় পানি কমছে। এতে নদীকেন্দ্রিক যোগাযোগ, ব্যবসা–বাণিজ্য, মৎস্য উৎপাদন ও পর্যটনে ক্ষতির পাশাপাশি জলবিদ্যুৎ প্রকল্পের উৎপাদন কমেছে। পানি শুকিয়ে যাওয়ায় দূষণের সঙ্গে বেড়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পানি পরিশোধন খরচও।

দেশে চার কোটির বেশি মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে। এসব মানুষের ৫৯ শতাংশ জানেই না যে তারা ঝুঁকিপূর্ণ এই রোগে ভুগছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলছেন, ওষুধ খাওয়ার পরও ৮৮ শতাংশ রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে নেই।

প্রথম আলো

ওষুধ খেয়েও ৮৮% রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই

বাংলাদেশ মেডিসিন সোসাইটি ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ভবনে পৃথক অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংগঠন প্রজ্ঞা।

আরও পড়ুন >>> নকল ওষুধ বন্ধ হবে কবে? 

দেশে হিন্দু সম্প্রদায়ের নারীরা নানাভাবে বৈষম্যের শিকার হচ্ছেন। হিন্দু আইন অনুযায়ী পিতার সম্পত্তিতে নারীর অধিকার নেই। এমনকি বিয়েবিচ্ছেদের অধিকারও নেই স্ত্রীর। সন্তানের অভিভাবকত্ব ও অধিকারও আইন অনুযায়ী স্বামীকে দেওয়া হয়েছে।

সমকাল

হিন্দু আইন সংশোধন প্রশ্নে বিভক্ত নেতারা

হিন্দু নারীদের আইনগত অধিকার নিশ্চিতের প্রশ্নে গত ১৪ মে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, ব্লাস্টসহ ৯টি সংগঠন। পরে ওই রিটের শুনানি নিয়ে হিন্দু নারীদের বিয়েবিচ্ছেদের অধিকার, বিয়ে নিবন্ধন, ব্যবস্থাপনা, অভিভাবকত্ব, সম্পত্তিতে উত্তরাধিকার প্রদানে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না– তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্ব মুদ্রা ব্যবস্থায় যে অস্থিরতা শুরু হয়েছে তাতে দিনদিনই ডলার বিরোধী অবস্থান শক্তিশালী হচ্ছে। চীন-রাশিয়ার নেতৃত্বে অনেক দেশ বিকল্প মুদ্রায় বাণিজ্যের দিকে ঝুঁকছে। এমনকি ব্রিকস জোটে যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে আরও ২৫টি দেশ। এতে ব্রিকসের সদস্যসংখ্যা বেড়ে হবে ৩০।

কালের কণ্ঠ

ডলারের কর্তৃত্ব কমাতে ব্রিকস জোটে বিকল্প মুদ্রার চিন্তা

আগামী আগস্টে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওই সম্মেলনে সদস্য দেশগুলো নিজেদের বাণিজ্যিক পরিশোধ কিভাবে ডলারের বিকল্প মুদ্রায় করবে, এ নিয়ে আলোচনা করা হবে। ফলে শুধু বেইজিং আর মস্কো নয়, ভারত থেকে শুরু করে আর্জেন্টিনা, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো এখন ডলারমুক্তকরণে ঝুঁকছে।

রাজধানীতে সচিবালয়ের ভেতর নির্মিত হচ্ছে এই ভবন। আর অতিরিক্ত যে ভবনটি নির্মাণ করতে হবে, তাতে সচিবালয়ে চলাচল ও গাড়ি পার্কিংয়ের জায়গা আরও কমবে।

কালের কণ্ঠ

২০ তলা ভবনের সরঞ্জাম বসাতে আরেকটি চারতলা

ভবনের কাঠামো উঠে গেছে ২০ তলা পর্যন্ত। কিন্তু ভবনের নকশায় জেনারেটর, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রসহ আনুষঙ্গিক সরঞ্জাম স্থাপনের ব্যবস্থা রাখা হয়নি। তাই পাশে আরেকটি চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে। নতুন সেই ভবনে রাখা হবে ২০ তলা ভবনের জেনারেটর, ট্রান্সফরমারসহ সব ইউটিলিটি যন্ত্রপাতি। সেখান থেকে সংযোগ আসবে ২০ তলা ভবনে।

আরও পড়ুন >>> দুর্নীতি কি বন্ধ হবে? 

বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে বৈশ্বিক অবস্থান ও গতি কিছুটা বাড়লেও ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট পিছিয়ে পড়েছে। ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট গতি গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে, কিন্তু বৈশ্বিক অবস্থান আরও নিচে নেমেছে।

কালের কণ্ঠ

দেশে ইন্টারনেটের গতি বৈশ্বিক মানের অনেক নিচে

মোবাইল ইন্টারনেটে গত বছরের এপ্রিল মাসে ১৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯তম। চলতি বছরের এপ্রিলে ১৩৮টি দেশের মধ্যে এই অবস্থান হয়েছে ১১৮তম। তবে বৈশ্বিক পর্যায়ে যেখানে মোবাইল ইন্টারনেটের গড় গতি ডাউনলোডের ক্ষেত্রে ৪২.০৭ এমবিপিএস, সেখানে বাংলাদেশে ১৬.৪৭ এমবিপিএস। এক্ষেত্রে বৈশ্বিক গড় গতি গত বছরের তুলনায় ০.৫৩ এমবিপিএস বেড়েছে। কিন্তু বাংলাদেশে ০.১৮ এমবিপিএস কমেছে।

এছাড়া বাড়বে ভ্রমণ খরচ, করদাতা খুঁজবে এজেন্ট; আর্থিক সংকটে হোটেল ইন্টারকন্টিনেন্টাল; শুধু ব্যবসায়ীদের বক্তব্যকেই আমলে নিচ্ছে কি ট্যারিফ কমিশন?; সরকার নিয়ন্ত্রণে আইন প্রয়োগের চেষ্টা করব; অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে বাড়ছে চাপ; নতুন বাঁকে ভোটের রাজনীতি সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।