মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক কাজী আবেদ হোসেনকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হলেও তিনি এখন পর্যন্ত সেখানে যোগদান করেননি। 

আগামী ২২ মের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান না করলে তিনি স্ট্যান্ড রিলিজড বলে গণ্য হবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ ডিসেম্বরের প্রজ্ঞাপনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক কাজী আবেদ হোসেনকে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়। তিনি অদ্যাবধি বদলি করা কর্মস্থলে যোগদান করেননি।

এতে আরও বলা হয়, এ কর্মকর্তা আগামী ২২ মের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন, অন্যথায় ওই দিন থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

এসএইচআর/এসএসএইচ/