নির্বাচনী প্রচারণার সময় ‘বিধিবহির্ভূতভাবে’ কয়েকজন ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপ ও জরিমানা করার বিষয়ে প্রতিকার চেয়ে গাজীপুর রিটার্নিং কর্মকর্তার কাছে বিচার দিলেন হাতপাখার মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান।

সোমবার (২২ মে) গাজীপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন প্রার্থীর প্রধান এজেন্ট। 

লিখিত বক্তব্যে অভিযোগ করে বলা হয়, আপনার অবগতি ও প্রতিকার চেয়ে জানাচ্ছি যে, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট এম এ হানিফ সরকার। পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়ে আসছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া সংশ্লিষ্টরা এ বিষয়ে বার বার আশ্বস্ত করায় আমাদের দল গাজী সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছে। 

তবে দুঃখের বিষয় হচ্ছে, গাজীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতিকের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানের প্রচারণায় বিধিবহির্ভূতভাবে কর্তব্যরত ম্যাজিস্টেটরা হস্তক্ষেপ করছেন। তারা নানাভাবে বাধা দিয়ে আমাদের নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতে সরকারদলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন। এমনকি আমাদের প্রার্থীর সঙ্গে কোনো কোনো ম্যাজিস্ট্রেট ও থানার অফিসার ইনচার্জ (ওসি) অসৌজন্যমূলক আচরণ করেছেন। এমন অবস্থা বিরাজমান থাকলে ও প্রশাসন এমন আচরণ করলে গাজীপুর সিটি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না তা নিয়ে আমিসহ আমার দলের নেতাকর্মীরা শঙ্কিত। আমাদের অভিযোগ আপনার বিবেচনার জন্য নিচে তুলে ধরছি। 

অভিযোগে জানানো হয়, রোববার (২১ মে) ৪৪ নং ওয়ার্ডে প্রচারণাকালে হাতপাখার প্রার্থীর গাড়ি থামিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া শনিবার (২০ মে) ১৭ নং ওয়ার্ডে প্রার্থীকে মাগরিবের নামাজের পর মসজিদ থেকে ডেকে নিয়ে অসৌজন্যমূলক আচরণ করেছে পুলিশ। ম্যাজিস্ট্রেট কৈফিয়ত চেয়েছেন, এত লোকজন নিয়ে এক মসজিদে কেন নামাজ পড়তে হবে? তিনি প্রার্থীকে মাত্র পাঁচজন নিয়ে গণসংযোগ করতে বলেছেন।

তার আগে গত ১৯ মে ৩২ নং ওয়ার্ডে হাতপাখার প্রার্থীর পক্ষে গণসংযোগকালে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন ২৮ নং ওয়ার্ডে মাইকিং করাকালে অনুমোদনপত্র দেখাতে একটু বিলম্ব হওয়ায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

১৭ মে ৪৮ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের ওয়ার্ড কার্যালয়ে ব্যানার লাগানোর অভিযোগে পাঁচ হাজার জরিমানা করা হয়। ১৪ মে ৮ নং ওয়ার্ডে দলের কার্যালয়ে বড় ব্যানার লাগানোর অপরাধে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ২৫ মে গাজীপুরে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন বলে আমরা আশাবাদী। পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।  

এসআর/কেএ