সালাম মুর্শেদীর সম্পত্তি দখল, রাজউক সদস্যসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ
ফাইল ছবি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সালাম মুর্শেদীর বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে গণপূর্ত মন্ত্রণালয়ের পরিত্যক্ত সম্পত্তি দখলের ঘটনায় রাজউকের দুই সদস্যসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২২ মে) দুদকের প্রধান কার্যালয়ে পৃথক সময়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির উপ-পরিচালক ইয়াছির আরাফাতের নেতৃত্বে একটি টিম।
বিজ্ঞাপন
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- রাজউকের সাবেক উপপরিচালক আজাহারুল ইসলাম, রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-১) মো. নুরুল ইসলাম ও সদস্য (এস্টেট ও ভূমি) মো. খোরশেদ আলম। এর আগে রোববার (২১ মে) রাজউকের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
এ বিষয়ে দুদকের একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আগের ঘটনা বিধায় তারা পরিষ্কার বক্তব্য দিতে পারেননি। আবার অনেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন। একই সঙ্গে তারা লিখিত বক্তব্য দেওয়ার জন্য সময় চেয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
অভিযোগের বিষয়ে বলা হয়েছে, রাজউক চেয়ারম্যানসহ অন্যান্যদের সহায়তায় আব্দুস সালাম মুর্শেদী রাজধানীর গুলশান-২ এর ১০৪ নম্বর রোডের ২৭/বি নম্বর বাড়িটি দখল করেন। বাড়িটি পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত। ওই বাড়ি সালাম মুর্শেদী দখল করে বসবাস করছেন। বিষয়টি নিয়ে গণপূর্ত মন্ত্রণালয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানের কাছে ২০১৫ ও ১৬ সালে জানতে চাইলেও কোনো জবাব দেওয়া হয়নি।
এমন অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ২০২২ সালের ১১ আগস্ট দুদকে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুদকের আবেদন আমলে না নেওয়ায় একই বছরের ৩০ অক্টোবর হাইকোর্টে রিট হয়। রিটের শুনানি শেষে ১০ দিনের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত সচিব, রাজউক চেয়ারম্যান, দুদক চেয়ারম্যান, ঢাকার জেলা প্রশাসক ও আব্দুস সালাম মুর্শেদীকে রুলের জবাব দিতে বলা হয়। এর পরপরই কমিশন অভিযোগটি আমলে নিয়ে দুই সদস্যের একটি টিম গঠন করে দুদক।
আরএম/জেডএস