ফের রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় আনতে চায় সরকার
বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সহজ করার লক্ষ্যে দ্বিতীয় দফায় ঢাকা এসে অস্থায়ী কনস্যুলার অফিস গুটিয়ে নিয়েছে ইউরোপের দেশ রোমানিয়া। এ অবস্থায় ফের দেশটির কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় আনার বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
মঙ্গলবার (২৩ মে) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
বিজ্ঞাপন
রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধি দল ফের ঢাকায় আনার বিষয়ে সরকারের পরিকল্পনা জানতে চান সাংবাদিকরা। জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ওদের বোঝানোর জন্য। আশা করি, হয়ত তারা আবার আসবে। বাংলাদেশিদের ভিসা পেতে যতটা সহজ করা যায়, সেটার জন্য আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করছি।
ঢাকায় রোমানিয়ার দূতাবাস না থাকায় ভিসা নিতে দিল্লি যেতে হয় বাংলাদেশিদের। ভিসা পেতে দুর্ভোগ লাঘবে গত বছর এপ্রিলের মাঝামাঝিতে রোমানিয়া থেকে একটি কনস্যুলার টিম ঢাকায় এসে তিন মাস ছিল। ওই সময়ে কনস্যুলার টিম প্রায় ৫ হাজার ৪০০ বাংলাদেশি কর্মীর জন্য রোমানিয়া ভিসা ইস্যু করেছিল।
বিজ্ঞাপন
পরে দ্বিতীয় দফায় চলতি বছরের মার্চের শুরুর দিকে রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধি দল ঢাকায় আসে। প্রতিনিধিদলটি ১৫ হাজার বাংলাদেশিকে দেশটির ভিসা দেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছিল। কিন্তু হঠাৎ করেই অস্থায়ী কনস্যুলার অফিস গুটিয়ে নেয় তারা।
কেন রোমানিয়ার প্রতিনিধিদল ঢাকা ছেড়ে গেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ থেকে যেসব কর্মী দেশটিতে ভিসা নিয়ে গেছেন তাদের ১০ শতাংশ লোকও সেখানে অবস্থান না করে ইউরোপের অন্যত্র চলে যাচ্ছে। এজন্য তারা অসন্তুষ্ট।
এনআই/জেডএস