ভোলায় নতুন সাবস্টেশন নির্মাণ করছে পিজিসিবি
ভোলার চরফ্যাশনে নতুন একটি ২৩০/৩৩ কেভি জিআইএস গ্রিড সাবস্টেশন নির্মাণ করতে চলেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)।
চীনা প্রতিষ্ঠান সাংহাই ইলেক্ট্রিক পাওয়ার ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লি. (এসপিটিডিই) এবং বাংলাদেশি প্রতিষ্ঠান রিভেরি পাওয়ার এন্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং লি. এর সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানকে টার্নকি ঠিকাদার নিয়োগ করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৪ মে) পিজিসিবির প্রধান কার্যালয়ে এ লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুযায়ী, আগামী ২৪ মাসের মধ্যে কাজ সম্পন্ন করে বৈদ্যুতিক স্থাপনাসমূহ পিজিসিবির কাছে হস্তান্তর করবে যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান। কাজটি বাস্তবায়িত হলে ভোলা জেলায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য হবে। এতে সংশ্লিষ্ট এলাকায় শিল্পায়ন সুবিধা বাড়বে। সাধারণ বিদ্যুৎ গ্রাহকগণও উপকৃত হবেন। উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি, বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে পিজিসিবির পক্ষে কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের পক্ষে রিভেরি পাওয়ার-এর পরিচালক এস এম ফয়সাল চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ওএফএ/এমজে