মেডিক্যাল-ট্যুরিজম-খাদ্য ও কৃষি বিষয়ক প্রদর্শনী শুরু বৃহস্পতিবার
রাজধানীতে বৃহস্পতিবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেডিক্যাল, হেলথ ট্যুরিজম এবং খাদ্য ও কৃষি বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। এবারের প্রদর্শনীতে ৪৫০টিরও বেশি বুথসহ ২৩০টির বেশি কোম্পানি ১০টি দেশের প্রতিনিধিত্ব করছে।
সেমস গ্লোবাল ইউএসএ আয়োজিত এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)।
বিজ্ঞাপন
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। সেমস গ্লোবাল ইউএসএ এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাদ্য মন্ত্রণালয়ের (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ) অতিরিক্ত সচিব খুরশীদ ইকবাল রেজভী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, স্বস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (স্বস্থ্য সেবা বিভাগ) নিলুফার নাজনীন এবং আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ এরশাদ আহমেদ।
বিজ্ঞাপন
‘১৪তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো’ ‘৬ষ্ঠ ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৩’ এবং ৬ষ্ঠ ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৩। এই প্রদর্শনীতে একই সময়ে ‘৯ম ফার্মা বাংলাদেশ ২০২৩ এক্সপো’ ৭ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৩’ এবং ৩য় ঢাকা ইন্টারন্যাশনাল প্লাস্টিক,প্যাকেজিং এবং প্রিন্টিং এক্সপো ২০২৩।
সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, মেডিটেক্স হেলথ ট্যুরিজম এবং ফুড অ্যান্ড এগ্রো এক্সপো এই শিল্পের ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ানস্টপ প্ল্যাটফর্ম। অত্যাধুনিক মেডিক্যাল ইকুইপমেন্ট, স্বাস্থ্য পর্যটন খাতের উন্নত প্রযুক্তি, খাদ্য ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং সেবা নিয়ে প্রস্তুতকারক ও সরবরাহকারীদের পণ্য এবং পরিষেবাগুলো প্রদর্শনের জন্য অবিশ্বাস্য সুযোগ হিসাবে কাজ করবে।
এমআই/এসকেডি