ডিআইজি হাবিবুর রহমান

ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। অন্য কোনো শারীরিক সমস্যা না থাকায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাকে হাসপাতালের করোনা ইউনিটের সাধারণ শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) পুলিশ সুপার (এসপি) ড. মো. এমদাদুল হক। তিনি বলেন, ‘তিনি (হাবিবুর রহমান) করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৩ মার্চ) হাসপাতালে ভর্তি হয়েছেন। স্যারের শারীরিক অবস্থা উন্নতির দিকে। ওনার অন্য কোনো শারীরিক সমস্যা না থাকায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। এছাড়া ওনার শরীরের অক্সিজেন লেভেল স্বাভাবিক রয়েছে। স্যার এখন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের করোনার সাধারণ বেডে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আশা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

এর আগে, করোনায় আক্রান্ত হয়ে ডিআইজি হাবিবুর রহমান মঙ্গলবার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল জানিয়েছেন চিকিৎসকরা।

হাবিবুর রহমান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হওয়ার আগে তিনি পুলিশ সদর দফতরে উপ-মহাপরিদর্শক (প্রশাসন-ডিসিপ্লিন) হিসেবে দায়িত্বরত ছিলেন।

বাংলাদেশ পুলিশের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পদোন্নতিক্রমে পুলিশ সদর দফতরে অতিরিক্ত সহকারী মহাপরিদর্শক (সংস্থাপন) হিসেবে দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান।

সাভার বেদেপল্লির জীবন বদলে দেওয়া, তৃতীয় লিঙ্গের সামাজিক অবস্থান উন্নয়নসহ বেশ কয়েকটি সামাজিক কার্যক্রমের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। সেখানে স্কুল, কম্পিউটার ট্রেনিং সেন্টার, গাড়ি চালনা প্রশিক্ষণ কেন্দ্র ও বুটিকস হাউজসহ নানা প্রতিষ্ঠান গড়ে তুলতে ও বাল্যবিবাহ রোধে ভূমিকা পালন করেছেন তিনি।

হাবিবুর রহমান বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার পেছনে ভূমিকা পালন করেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পুলিশ বাহিনীর অবদান ও ঢাকায় তাদের প্রথম প্রতিরোধ বিষয়ক ঘটনা নিয়ে তিনি ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ নামে একটি বইও লিখেছেন।

হাবিবুর রহমান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমসের আসরে ‘এশিয়ান কাবাডি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট’ নির্বাচিত হয়েছেন।

এমএসি/এআর/এফআর/এমএমজে