টিএসসিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক আহত
আহত সাংবাদিক আবিদ হাসান রাসেল
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনবিরোধী বিক্ষোভের সময় ছাত্রলীগের হামলায় আবিদ হাসান রাসেল (২০) নামে এক সাংবাদিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে ‘বাংলাদেশের জনগণ’ সংগঠনের বিক্ষোভে এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, আহত ওই সাংবাদিক বাংলা ট্রিবিউনের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। এ সময় সংঘর্ষে জড়িতরা তার আইডি কার্ড ও মোবাইল ছিনিয়ে নেয়।
বিজ্ঞাপন
আহতের সহকর্মী মাহি জানান, মোদী বিরোধী আন্দোলন করছিল ‘বাংলাদেশের জনগণ’ সংগঠনটি। তাদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। ঘটনার সংবাদ সংগ্রহের সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অতর্কিত হামলা চালায়। আমরা তাদের পরিচয় দিলেও তারা আবিদকে বেধড়ক মারপিট করে। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নিয়ে আসা হয়।
আহত আবিদ জানান, টিএসসিতে একটি সংগঠন মোদীবিরোধী ব্যানার নিয়ে দাঁড়িয়েছিল। ছবি তুলতে গেলে হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা আমাকে মারপিট শুরু করে। পরিচয় দিলেও তারা কোনো কর্ণপাত করেনি। আমার আইডি কার্ড ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, হামলার শিকার হয়ে এক সাংবাদিক জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন।
ঢামেক/এমএইচএস