রাজধানীর শাহবাগ থানার হাইকোর্টের মাজার এলাকা থেকে অজ্ঞাতনামা (৫০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুর ১২টার দিকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ। তিনি বলেন, আমরা সকাল সাড়ে ১১টার দিকে খবর পাই হাইকোর্ট মাজারের সামনে অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। আশেপাশে ঘুরে ঘুরে ভিক্ষাবৃত্তি করতেন। তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এসএএ/এসকেডি