সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় স্পিকারের শোক
কাটাখালীতে বাসের ধাক্কায় মাইক্রোবাস ও লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে পুড়ে মারা গেছেন ১৭ জন
রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শনিবার (২৭ মার্চ) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে স্পিকার নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় তিনি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে নগরীর কাটাখালী থানার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। দুর্ঘটনার পর আটজনকে উদ্ধার করে হাসপাতালে নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদের মধ্যে ছয়জন মারা যান। পরে আগুনে পোড়া মাইক্রোবাস থেকে নারী ও শিশুসহ ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ওই সড়ক দুর্ঘটনায় নিহতরা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। এদের মধ্যে ১ নম্বর চৈত্রকোল ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের পাঁচজন (একই পরিবারের), ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের বড় মহাজিদপুর গ্রামের ছয়জন (একই পরিবারের পাঁচজন), ৮ নম্বর রায়পুর ইউনিয়নের দ্বাড়িকাপাড়া গ্রামের তিনজন (একই পরিবারের) ও পৌর এলাকার প্রজাপাড়ার একই পরিবারের তিনজন রয়েছেন।
বিজ্ঞাপন
এইউএ/এমএইচএস