ছবি : সংগৃহীত

প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেইসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

বাংলাদেশ ২২টি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান পেয়েছে। এর মধ্যে চাল, মসুর ডাল, আলু, পেঁয়াজ, চায়ের মতো পণ্য যেমন রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন ধরনের ফল। গত এক দশকে কুমড়া, ফুলকপি ও সমজাতীয় সবজির মতো কিছু পণ্য উৎপাদনে বাংলাদেশ শীর্ষ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে।

এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি—

প্রথম আলো

২২ কৃষিপণ্যে শীর্ষ দশে বাংলাদেশ

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) দেশভিত্তিক কৃষিপণ্য উৎপাদনের পরিসংখ্যান পর্যালোচনা করে চিত্রটি দেখা যায়। সংস্থাটি গত মার্চে এই পরিসংখ্যান হালনাগাদ করে। এতে তথ্য দেওয়া হয় ২০২১ সালের।

আরও পড়ুন >>> কিশোর গ্যাং : ভয়াবহ অশনি সংকেত 

চলতি জুন মাসের প্রথম সাত দিনের প্রতিদিন দেশের কোনো না কোনো স্থানে বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ। এই সাত দিনের মধ্যে তিন দিন তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে যশোরে। গবেষণায় দেখা গেছে, দেশে ৩১ বছরে দিনের হিসাবে সবচেয়ে বেশি দিন তপ্ত ছিল যশোর। তপ্ত দিনগুলোয় যশোরে তাপমাত্রা কখনোই ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি।

প্রথম আলো

দেশে তিন দশকে বেশি দিন তপ্ত যশোর, কম চট্টগ্রাম

গবেষণার তথ্য বলছে, দেশে ৩১ বছরে যশোর সর্বোচ্চ ৯২৭ দিন তপ্ত ছিল। এর পরেই আছে চুয়াডাঙ্গা, ৯০০ দিন। এই সময়ে চট্টগ্রাম মাত্র ৯ দিন তপ্ত ছিল।

শিক্ষার গুণগত মান উন্নয়নে দেশের ১৫ হাজার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বই কিনবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

প্রথম আলো

২৫ কোটি টাকার বই কিনছে মাউশি, তালিকায় ভুল প্রকাশনী ও বিতর্কিত লেখক

চলতি ২০২২–২৩ অর্থবছরে ২৫ কোটি ৩ লাখ ১৫ হাজার টাকার বই কেনা হবে। এ জন্য ৯৬টি বইয়ের তালিকা চূড়ান্ত করেছে এ–সংক্রান্ত কমিটি। তবে এর মধ্যে ১৩টি বই নিয়ে নানা রকম আপত্তি উঠেছে। বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রকাশকদের একাংশের দাবি, বইয়ের তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে।

বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া শিক্ষাক্ষেত্রে নিঃসন্দেহে সরকারের অন্যতম সাফল্য বলা যায়। ২০১০ সাল থেকে এই কাজ সরকার অনেকটা রেওয়াজে পরিণত করেছিল। কিন্তু তিন বছর ধরে তাতে ছেদ পড়েছে।

প্রথম আলো

এলোমেলোভাবে চলছে শিক্ষার কাজকর্ম

২০২১ সালে করোনার বড় প্রভাব থাকলেও গত দুই বছর শুরুতে সব শিক্ষার্থী সব বই হাতে পায়নি। চলতি বছর ফেব্রুয়ারি শেষ হওয়ার পরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী সব বই পায়নি। বইয়ের মানও ছিল অন্যান্য বছরের তুলনায় খারাপ।

প্রাথমিকভাবে হুন্ডির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে ৬ হাজার ৯৬৭টি মোবাইল ব্যাংক হিসাব। অর্থ বিভাগের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে মানি লন্ডারিং (অর্থ পাচার) ও সন্ত্রাসীকার্যে অর্থায়ন প্রতিরোধসংক্রান্ত এসব কার্যক্রম। খবর সংশ্লিষ্ট সূত্রের।

যুগান্তর

সন্দেহজনক লেনদেন ৮৩৫২

অনলাইন গেম, বেটিং ও অবৈধ ফরেক্স ট্রেডিং পরিচালনাকারী ৪৯৭টি ওয়েবসাইট, ২১২টি ফেসবুক পেজ ও ১২০টি মোবাইল অ্যাপস শনাক্ত করা হয়েছে। এদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা বলা হয়েছে।

জামায়াতে ইসলামী নিয়ে ‘কৌশলী’ ভূমিকায় বিএনপি। দুই যুগের বেশি সময়ের মিত্র দলটির (জামায়াত) সঙ্গে প্রকাশ্যে টানাপোড়েন দেখা গেলেও পর্দার আড়ালে নতুন করে যোগাযোগ শুরু হয়েছে।

যুগান্তর

জামায়াতে ইসলামী নিয়ে কৌশলী বিএনপি

সম্প্রতি বিএনপির দুই সিনিয়র নেতার সঙ্গে জামায়াতের একাধিক নেতার আলাপ হয়। সেই আলোচনায় উভয় দলের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর বিষয়টি স্থান পায়।

রাজধানীর মোহাম্মদপুরে থামছে না কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। আধিপত্য বিস্তার করতে কিশোর-তরুণরা যুক্ত হচ্ছে আন্ডারওয়ার্ল্ডে। শীর্ষ সন্ত্রাসীরা তাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে অস্ত্র। এসব অস্ত্রের বেশিরভাগ আসছে রাজশাহী থেকে।

যুগান্তর

মোহাম্মদপুরে মাসে ৫০ কোটি টাকার চাঁদা!

অস্ত্রের ভয় দেখিয়ে প্রতিনিয়ত ঘটানো হচ্ছে ছিনতাই, চাঁদাবাজি, জমি বা স্থাপনা দখল ও সিনিয়র-জুনিয়র মারামারিসহ নানা অপরাধ। নিয়মিত পরিবহণ থেকে তোলা হচ্ছে চাঁদা। মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে এভাবে মাসে আদায় করা হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা চাঁদা।

একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গিয়ে খরচ হওয়া স্থায়ী ও দীর্ঘমেয়াদি ব্যয়গুলোকে ধরা হয় কেন্দ্রটির মূলধনি ব্যয় হিসেবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয়, ভূমি অধিগ্রহণ ব্যয়, গ্রিডে সংযুক্তির খরচ, প্রাথমিক অর্থায়ন খরচ ইত্যাদি।

বণিক বার্তা

বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় এত বেশি কেন

বিপুল পরিমাণ ব্যয়ে নির্মিত এসব বিদ্যুৎ কেন্দ্রের মূলধনি ব্যয়ের বড় একটি অংশ চলে যায় ডলারে। পরামর্শক থেকে শুরু করে মূলধনি যন্ত্রপাতি আমদানি, বিদেশী ঠিকাদারের বিলসহ আনুষঙ্গিক অনেক খরচই মুদ্রাটিতে পরিশোধ করতে হয়। দেশের বিদ্যুৎ খাতে বিদেশী বিনিয়োগগুলো আসছে ঋণ হিসেবে। টাকার অবমূল্যায়ন বা ঋণ পরিশোধে বিলম্বিত হলে এর সুদ বেড়ে যাচ্ছে।

আরও পড়ুন >>> বিদ্যুৎ সংকট : সমাধান হবে কবে? 

প্রশান্ত মহাসাগরে ‘এল নিনো’ নামে পরিচিত প্রাকৃতিক আবহাওয়া প্রক্রিয়া শুরু হয়েছে। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এরই মধ্যে উষ্ণ হতে থাকা পৃথিবীর তাপমাত্রা আরও বাড়বে। নির্দিষ্ট সময়ের জন্য বদলে যাবে পৃথিবীর স্বাভাবিক পরিবেশ।

কালের কণ্ঠ

উষ্ণতম বছর হতে পারে ২০২৪

বিজ্ঞানীরা মনে করছেন, এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়া ও এশিয়ার কিছু অংশে আবহাওয়া অধিকতর শুষ্ক থাকবে। ভারতীয় এলাকায় মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

দেশের বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ইস্যু করা ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। দেশের বাইরে লেনদেনে (ডলার) সবচেয়ে বেশি ক্রেডিট কার্ডের ব্যবহার হয়েছে ভারতে।

বণিক বার্তা

ক্রেডিট কার্ডের ব্যয়ের অর্ধেকের বেশি ডিপার্টমেন্টাল স্টোরে

অর্থের হিসাবে যা গত মার্চে ১০৩ দশমিক ৬ কোটি এবং ফেব্রুয়ারিতে ৭৩ দশমিক ২ কোটি টাকা। একই সঙ্গে দেশের পাশাপাশি বিদেশে ক্রেডিট কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরের কেনাকাটায়।

এছাড়া অন্যের অপরাধে আসামি, ৩০ বছর আদালতে দৌড়ঝাঁপ; খালি মাঠেও গোলপোস্ট খুঁজছেন নৌকার প্রার্থী; বিমানবন্দর থেকে বের হলেই সড়কে সংকট; অস্ত্রধারীদের পরিচয় মেলেনি অস্ত্রও উদ্ধার হয়নি; সংবাদগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।